0:00 / 0:00

স্বপ্ন দেখেছিলেন মুক্তির, হারালেন কণ্ঠস্বর: ‘জুলাই বীরগাথা’তে আবু বকর

Documentary
0 views

Video Details

পুরো জাতিকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর এখন স্লোগানতো দূরের কথা, কোন কিছুই উচ্চারণ করতে পারেন না। হাসিনার পেটোয়া বাহিনী কেড়ে নিয়েছে আবু বকরের কথা বলার অধিকার, কেড়ে নিয়েছে তার কণ্ঠস্বর। সে এখন সকল প্রশ্নে কেবলই তাকিয়ে থাকে, দিতে পারেনা উত্তর। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের স্বপ্নে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে রক্ত ঝরিয়েছেন, বুলেটের সামনে শূন্য হাতে লড়ে গেছেন বুক ভরা সাহস ও আর দেশপ্রেম নিয়ে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেইসব বীরদের লড়াই সংগ্রামের কথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বানিয়েছে "জুলাই বীরগাথা" শিরোনামে একটি ডকুমেন্টারি সিরিজ। যার প্রথমটি ছিল চোখ হারানো মাহবুবুলকে নিয়ে। কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে আজ প্রকাশিত হলো "জুলাই বীরগাথা" সিরিজের দ্বিতীয় গল্প।

Ministry of Foreign Affairs, Bangladesh