0:00 / 0:00

বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভিডিও ‘জুলাই- সাহসিকা’

Brave Daughters of July
0 views

Video Details

জুলাই মাসের আন্দোলনে এক পর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধহয় স্থিমিত হয়ে গেল তখন বাংলাদেশের মেয়েরাই আমাদেরকে পথ দেখিয়েছিল।

‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।

বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। হাসিনার খুনী বাহিনীর আক্রমনের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কতৃক ২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তি উপলক্ষ্যে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও ‘জুলাই- সাহসিকা’।

আমরা নিশ্চিত জানি এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে।